গত ২১মার্চ বৃহস্পতিবার উপজেলা পরিষদের নির্বাচনী তফসীল ঘোষণা করেছে (ইসি)।ইসির তথ্য মতে আগামী ১৫এপ্রিল মনোনয়ন দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাচাই ১৭এপ্রিল। মনোনয়ন আপিল১৮-২০এপ্রিল। আপিল নিস্পত্তি ২১এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২এপ্রিল।প্রতিক বরাদ্ধ ২৩এপ্রিল। এর মধ্য শুরু হয়েছে উপজেলা নির্বাচনের প্রস্তুতি। দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। আগামী ৮মে সারা দেশে প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্টিত হবে।
আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে মহেশখালী উপজেলায় বিরাজ করছে নির্বানী আমেজ। জেলার সবচেয়ে বড় বড় মেগা প্রকল্প মহেশখালী উপজেলায় হওয়ায় এখানে নির্বাচনী ডামাডোলটা একটু বেশি। এ উপজেলার সাম্ভাব্য প্রায় আধা ডজনের অধিক চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে দৌড়ঝাপ শুরু করেছে।
মহেশখালী উপজেলায় ব্যানার, পোস্টার,ও তোরণ দিয়ে ডেকে ফেলেছে প্রার্থী ও তাদের সমর্থকরা। সম্ভাব্য প্রার্থীরা যোগ দিচ্ছেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্টানে সাথে করছেন উঠান বৈঠক ও মতবিনিময় সভা।
পুরো মহেশখালীকে ব্যানার ফেস্টুন টাঙ্গানো মধ্য দিয়ে নিজেদের প্রার্থীতা ঘোষণা করছেন অনেকেই। এসব প্রার্থীদের কর্মী সমর্থকরা ও বসে নাই। তারা নিজ নিজ পছন্দের প্রার্থী পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ নানা ভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।
সর্বশেষ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবারের উপজেলা নির্বাচনে প্রার্থী উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে। ফলে থাকছে না দলীয় প্রতীক ও। দলীয় প্রতীক না থাকায় এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় একাধিক প্রার্থী হওয়ার সম্ভবনা রয়েছে।
মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে, এদের মধ্য রয়েছেন, বর্তমানে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মিনুযারা সৈয়দ, সাবেক দুবারের মহেশখালী উপজেলা চেয়ারম্যান ও মহেশখালী উপজেলা বিএনপির স৷ভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজালা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ,শ্রমিক নেতা হাবিব উল্লাহ হাবিব,কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কুদ্দুস চৌধুরী,মহেশখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজেদুল করিম, সমাজ সেবক জয়নাল আবেদদীন, মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমি উদ্দিন ও মহেশখালী কলেজের প্রভাষক শাহেদ খান।
গত ১মাস আগে থেকেই শ্রমিক নেতা হাবিব উল্লাহ হাবিব ও বিশিষ্ট ব্যবসায়ী জয়লান আবেদীন মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে,কখনো মত বিনিময় সভা আবার কখন ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে প্রচার -প্রচারণা চালিয়ে যাচ্ছে,ধারণা করা হচ্ছে এরা দুই প্রার্থী শেষ পর্যন্ত মাঠে থাকবে। এবং সেই ভাবে মাঠ গোচাচ্ছে তারা।
ভোটারা বলেছেন, মহেশখালী জীববৈচিত্র্য রক্ষা, অনিয়মের বিরুদ্ধে বলিস্ট ককন্ঠস্বর ও মানুষের সুখে দুখে যাকে সবসময় মানুষের পাশে পাবে এমন একজন সৎ ও যোগ্য প্রার্থী আমরা চেয়ার হিসেবে চাই।
চকো/জে