কক্সবাজারের চকরিয়া উপজেলা উপকূলীয় জনপদ বদরখালীর প্রাণকেন্দ্রে অবস্থিত বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার আনোয়ারুল ইসলামের ২ নভেম্বর শোক সভা ও মেজবান অনুষ্ঠিত হয়েছে।
শোকসভায় সভাপত্বি করেন বদরখালী কলোনীজেশন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কাদরে বাবুল, প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বদরখালী ইউনিয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ,
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভপতি দেলোয়ার হোছাইন এম, এ, বদরখালী কলোনীজেশন উচ্চবিদ্যায়ের সাবেক সভপতি ও পরিচালনা কমিটির সদস্য, বদরখালী সমিতির সাবেক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী। দিগর পানখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুল হক।
চকরিয়া স্কাউট কমিশনার সেলিনা আক্তার, মাস্টার আনোরুল ইসলামের জীবনী পাঠ করেন বদরখালী কলোনীজশন উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিন বাবুল, শিক্ষকদের মাঝে বক্তব্য রেখেছেন সিনিয়র শিক্ষক আব্দুর রশিদ, রিয়াজ উদ্দিন, লিটল জুয়েস্ স্কুলের সিনিয়র শিক্ষক নুরুল আমিন ছোট, প্রাক্তণ ছাত্রদের মাঝে বক্তব্য রেখেছেন প্রাক্তণ ছাত্র-ছাত্রী পরিষেদের আহাব্বয়ক অধ্যাপক মীর মোশারফ হোছাইন, শহিদুল ইসলাম, সাংবাদিক আল জাবের, মুছা কলিম উল্লাহ মাইজভান্ডারী, সাংবাদিক রকিয়ত উল্লাহ, খোকন উদ্দিন রানা প্রমূখ।
অনুষ্ঠান সনঞ্চালনায় গিয়াস উদ্দিন বাবুল, বদরখালী কলোনীজেশন উচ্চবিদ্যালয় পরিচানা কমিটির সদস্য সাহাব উদ্দিন শাকিল। মাষ্ঠার আনোয়ারুল ইসলামের দোয়া কামনায় সকালে খমমে কোরাআন হাফেজখানার ছাত্রদের নিয়ে মিলাত মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন বদরখালী এম এস ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মৌলানা নুরুল আমিন।
বদরখালী কলোনীজেশন উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের জন্য ২০০৩ সালের ব্যাচের আর্থিক সহযোগিতায় মহিলা ইবাদতখানার শুভ উদ্বোধন করেন বদরখালী কালোনীজেশন উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ।
মুনাজাত পরিচলনা করেন বরদখালী এম এস ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাঈদ মোহাম্মদ তারেক। শোক সভা শেষে দুপুর ১২.০০ টায় হতে ৪.০০ টা পর্যন্ত প্রায় ৬ হাজার বিভিন্ন প্রতিষ্ঠানের এতিমখানার ছাত্রদের এবং শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষক অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক, প্রাক্তণ ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী সহ সকলস্তরের মানুষকে মেজবানের আয়োজন করা হয়।