রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা তা’লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) সকাল ১০ টায় অভিভাবকমণ্ডলী, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত সমাবেশে অতিথিবৃন্দ বলেন, আদর্শ সমাজ বিনির্মাণে নবপ্রজন্মকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার কোন বিকল্প নেই। তাই এ মাদ্রাসা সূচনাকাল থেকে দ্বীনি শিক্ষাদানের নিরবচ্ছিন্ন খেদমত আঞ্জাম দিয়ে আসছে। বর্তমানেও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী দ্বীনি ও আধুনিকতার সমন্বয়ে প্রতিষ্ঠানটির অবদানে সুশিক্ষিত হচ্ছে।
নানা সুযোগ-সুবিধার আওতায় প্রতিপালিত হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক এতিম-মিসকিন শিক্ষার্থী। ফলে ১৯৮৪ সালে প্রত্যন্ত জনপদে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি ক্রমান্বয়ে সমৃদ্ধির পানে এগিয়ে যাচ্ছে। এ দ্বীনি শিক্ষাঙ্গনের সুনাম বর্তমানে কক্সবাজার ছাড়িয়ে গিয়েছে। এটি যেন অবহেলিত, অন্ধকারাচ্ছন্ন বৃহত্তর জনপদের আলোকিত চেতনার বাতিঘর। কোন কুচক্রী মহল যেন চক্রান্ত করে এ দ্বীনি শিক্ষাঙ্গনের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখতে হবে।
সাবেক ইউপি সদস্য ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাবিব উল্লাহ, নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ হাসানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সমাবেশে অতিথিবৃন্দ আদর্শ শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার ধারাবাহিকতা বজায় রাখতে এ মাদ্রাসার কল্যাণে নিজেরা সর্বোচ্চ আন্তরিক সহযোগিতা করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ইসলাম ও শিক্ষানুরাগী জনতাসহ সচেতন এলাকাবাসীকে দু’আ ও সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মনির আহমদ (মোহাম্মদ কালু) এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হানিফ মিয়া মাষ্টারের সুযোগ্য সন্তান, রামু উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ওসমান সরওয়ার মামুন। বিশেষ অতিথি ছিলেন, রামু প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি খালেদ হোসেন টাপু, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, প্রচার সম্পাদক ও রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার হাফেজ সাইফুল ইসলাম, তরুণ আলিম হাফেজ রহিম উদ্দিন, মাওলানা ইসমাঈল রশিদ আনছারী, মাওলানা নাছির উদ্দিন, কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, কাউয়ারখোপ ৫ নং ওয়ার্ডের মেম্বার আজিজুল হক (আজিজ), শিক্ষানুরাগী নজরুল ইসলাম।
শিক্ষক মাওলানা আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তৃতা করেন, সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ হোছাইন, সহকারী নির্বাহী পরিচালক মাওলানা হাফেজ আব্দুল হান্নান, শিক্ষা পরিচালক মাওলানা আলাউদ্দিন, অভিভাবক হাজী আব্দুল কাদের, মোহাম্মদ হোছাইন মিস্ত্রী,
পরিচালনা কমিটির নির্বাহী সদস্য মিজানুর রহমান, সদস্য মাওলানা হাফেজ নাজির হোসাইন, শাহ আলম, মোহাম্মদ হাশিম, আব্দুল মালেক, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত, হাদীস শরীফ ও মাসায়িল পরিবেশন এবং আরবী, বাংলা ও ইংরেজি ভাষায় প্রদত্ত বক্তৃতা শ্রবনে বিজ্ঞ অতিথিবৃন্দ অভিভূত হন। অনুষ্ঠানে পরীক্ষায় কৃতিত্ব স্থাপনকারী মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।