রোববার ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়া উপজেলার ৮ ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চারজন, বিদ্রোহী প্রার্থী দুইজন ও জমায়াত সমর্থিত দুইজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তদমধ্যে নির্বাচনে ছয়টি ইউনিয়নে ৬ জন নতুন প্রথমবারের মতো জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
অপর দুই ইউনিয়নে পুনরায় নির্বাচিত হয়ে স্বপদে ফিরলেন বর্তমান দুই চেয়ারম্যান। তাদের মধ্যে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বদ্বিতায় চেয়ারম্যান হয়েছেন বর্তমান চেয়ারম্যান আজিমুল হক আজিম। তিনি কক্সবাজার জেলার ৮ উপজেলার ৭১টি ইউনিয়নের মধ্যে একমাত্র ভাগ্যবান জনপ্রতিনিধি এবার আওয়ামীলীগের টিকেটে বিনা ভোটে নির্বাচিত হয়ে টানা চারবার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন থেকে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে খুটাখালী ইউনিয়নে এবারসহ টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত হলেন জামায়াত সমর্থিত (স্বতন্ত্র) প্রার্থী মো.আবদুর রহমান।
নির্বাচনে ছয় ইউনিয়নে এবার ৬জন নতুন মুখ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের টিকেটে নির্বাচিত হয়েছেন নতুন মুখ হারবাং ইউনিয়নে মেহেরাজ উদ্দিন মিরাজ, বমুবিলছড়ি ইউনিয়নে মনজুরুল কাদের, ফাসিয়াখালী ইউনিয়নে হেলাল উদ্দিন, চিরিংগা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী জামাল হোছাইন চৌধুরী, ডুলাহাজারা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী হাসানুল ইসলাম আদর ও বরইতলী ইউনিয়নে জামায়াত সমর্থিত (স্বতন্ত্র) মোহাম্মদ ছালেকুজ্জামান।
রোববার রাত দশটার দিকে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনের কন্ট্রোলরুম থেকে অনুষ্ঠিত ৮ ইউপি নির্বাচনে বিজয়ী ও বিজিত প্রার্থীদের ফলাফল ঘোষনা করেন চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শহিদুল ইসলাম। ওইসময় প্রতিটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা ও প্রিসাডিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।