কক্সবাজারের রামুতে বিজয়ের ৫০ বছর পূর্তিতে উদযাপিত হবে বঙ্গবন্ধু উৎসব। এ বছরের ১৫ থেকে ২৩ ডিসেম্বর ৯ দিনব্যাপী রামু স্টেডিয়ামে বর্ণাঢ্য এ উৎসবের আয়োজন করা হবে।
এ উৎসব পালনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির ও কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমলকে চেয়ারম্যান ও রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনকে মহাসচিব করে ২০১ সদস্য বিশিষ্ট ‘বঙ্গবন্ধু উৎসব’ উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।
গত রোববার সন্ধ্যায় রামু উপজেলা আওয়ামীগ কার্যালয়ে প্রবীণ আওয়ামী লীগ নেতা মাষ্টার ফরিদ আহমদের সভাপতিত্বে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
৯ দিন ব্যাপী ‘বঙ্গবন্ধু উৎসব’ মঞ্চে প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা পাঠ, নাট্য অনুষ্ঠান।
এ ছাড়া উৎসবে বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনপঞ্জি উপস্থাপন করা হবে।#