কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউভার্সিটিতে স্বাস্থ্য বিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে আজ ২১ অক্টোবর থেকে মিড টার্ম পরীক্ষা শুরু হয়েছে।
গত বছরের মার্চ মাসে মহামারী করোনা শুরু হওয়ার পর সরকারি তরফে লকডাউন সহ চলাচলের উপর নানা রকম বিধি নিষেধ আরোপ করা হয়। সংক্রমণ ঠেকাতে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহও বন্ধ রাখা হয়।
এই ধারাবাহিকতায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউভার্সিটির ক্লাস সমূহও স্থগিত হয়ে যায়।
অবশেষে সংক্রমন কমে আসায় এই জট খুলতে শুরু করেছে। শিক্ষার্থীরা ফিরছে তাদের প্রিয় ক্যাম্পাসে। এই ফিরতে পারায় তাদের মধ্যে বয়ে যাচ্ছে আনন্দের হিল্লোল।
সিবিআইউয়ের আইন, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, ইসলামিক স্টাডিজ, ইংরেজি, ব্যবসা প্রশাসন, হসপিটালিটি এন্ড টুরিজম ম্যানেজমেন্ট ও সিএসই বিভাগের শিক্ষার্থীরা আজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে মিড টার্ম পরীক্ষায় অংশ নিয়েছে।