ঈদগাঁও বাজারের পুরনো মাছ বাজার সংলগ্ন জমির দখল নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। ৭ এপ্রিল পৃথক সময়ে স্থানীয় থানায় অভিযোগ দুটি দাখিল করা হয়। প্রথম অভিযোগটি দাখিল করেন ঈদগাঁও জাগির পাড়ার আমির সোলতান। দ্বিতীয় অভিযোগটি দেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক।
শেষ উক্ত অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের কিছু জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। বিবাদী আমির সোলতানগণের সাথে বিদ্যালয়ের জমি- জমার কোন বিরোধ নেই। এতদসত্বেও তারা বিদ্যালয়ের জমি জবর দখলের পাঁয়তারা চালাচ্ছে। বিষয়টি ঈদগাঁও উপজেলার সাবেক ও বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঈদগাঁও থানার সাবেক ও বর্তমান অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্টরা অবহিত আছেন। ঘটনার ধারাবাহিকতায় ৭ এপ্রিল ভোরে অভিযুক্তরা বিদ্যালয়ের জমিতে বিদ্যালয় প্রদত্ত টিন ও গাছের ঘেরা- বেড়া সরিয়ে ফেলে এবং বিদ্যালয়ের অগোচরে তাতে পিলার জমিয়ে ঢালাই করে দেয়। এ খবর জানতে পেরে বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে গেলে তাদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করা হয়।
অভিযোগে আরো উল্লেখ করা হয় যে, অভিযুক্তরা বিদ্যালয়ের টিন, গাছ সহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
ঈদগাঁও থানার ২য় কর্মকর্তা এস আই জুয়েল বলেছেন, ঈদের ছুটির পর উভয় পক্ষকে নিয়ে মীমাংসার উদ্যোগ নেয়া হবে।