কক্সবাজারের টেকনাফের মেরিনড্রাইভ সংলগ্ন মহেশখালিয়াপাড়া ঘাট এলাকা থেকে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মিয়ানমার থেকে চোরাইভাবে সাগর পথে আনা হয় এই মাদকের চালানটি। রোববার (৭ এপ্রিল) ভোরে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, মাদকের একটি চালান মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে আসতে পারে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বঙ্গোপসাগর তীরে মহেশখালীয়া পাড়া ঘাটে একজন সন্দেহভাজন ব্যক্তিকে নৌকা থেকে নেমে একটি পোটলা হাতে নিয়ে মেরিন ড্রাইভের দিকে আসতে দেখা যায়। এ সময় টহলদল চোরাকারবারিকে ধাওয়া করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই বর্ণিত চোরাকারবারি তার হাতে থাকা পোটলাটি ফেলে দিয়ে দ্রুত দৌড়ে নৌকায় উঠে গভীর সাগরের দিকে পালিয়ে যায়। টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে চোরাকারবারির ফেলে যাওয়া পোটলা থেকে ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করতে সক্ষম হয়।
চকো/জে