কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১টি ওয়ানশুটারগান ও ১ রাউন্ড রাইফেলের গুলিসহ আজিজ খান (১৮) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন পুলিশ।
রবিবার (২২ অক্টোবর) রাতে ৪ নম্বর ক্যাম্পের মেইন-ব্লক-ই, সাব-ব্লক-ই/১৯ এর জনৈকা রোহিঙ্গা সেনোয়ারার বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আজিজ খান ৪ নম্বর ক্যাম্পের ই/১০, ব্লকের মো. সিদ্দিকের ছেলে।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্প-৪ এলাকায় অভিযান চালিয়ে ১টি ওয়ানশুটারগান, ১ রাউন্ড রাইফেলের গুলি ও ১টি কাঁধে ঝুলানো ব্যাগসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।