বাংলাদেশি নাগরিকের সহায়তায় বেআইনি ভাবে জাল জন্ম নিবন্ধন তৈরির অপরাধ চক্রের রোহিঙ্গা নারীসহ তিন সদস্যকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত বৃহস্পতিবার (৩১ আগষ্ট) দুপুর ২টা ৪৫ মিনিটের সময় সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুপুরের দিকে টেকনাফ-কক্সবাজার সড়ক হয়ে একটি চক্র মাদক পাচার করবে।
সেই খবর জানতে পেরে ওই দিন দুপুরের দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লিংকরোড ওয়েড়িং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে পাকা রাস্তার উপর আভিযানিক দল অস্থায়ী চেকপোস্ট বসায়। এসময় ওই পথ দিয়ে চলাচলরত বিভিন্ন যানবাহন ও সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি চালায়।
এক পর্যায়ে একটি সিএনজির তিনজন আরোহী র্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় র্যাব তাদের ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়।
তাদের তল্লাশি করে, তিনটি ভিন্ন নামে জন্ম নিবন্ধন কার্ড, একটি এন্ড্রয়েড, একটি বাটন মোবাইল, এবং তিনটি সীম পাওয়া যায়।
আটকরা হলেন, জয়পুরহাট কালাই উপজেলার বানদিঘী এলাকার হাদি সরকারের ছেলে মো.সবুজ সরকার (৫২) এবং রোহিঙ্গা মৃত শাখের মোহাম্মদ এর মেয়ে মোছা:খালেদা বেগম (২৩) ও মোছা: নূর বেগম উরফে রুমা(২৪)। তারা উখিয়া ক্যাম্প-২ই/ ২/ই-এ ব্লক এ/৫ এর বাসিন্দা।
জিজ্ঞেসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগশাজসে বাংলাদেশে অবস্থানরত মায়ানমারের রোহিঙ্গা নাগরিক হওয়া সত্ত্বেও ১নং আসামী মোঃ সবুজ সরকার এর সহায়তায় পরিচয় গোপন করে অর্থের বিনিময়ে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে বেআইনীভাবে জাল জন্ম নিবন্ধন তৈরী করে প্রতারণা করার উদ্দেশ্যে ব্যবহার করে আসছে এসব সরঞ্জাম।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আটককৃত আসামীরা জাল-জালিয়াতির উদ্দেশ্যে তাদের রূপ ধারণপূর্বক পরিচয় গোপন করে প্রতারণা করার উদ্দেশ্যে ভূয়া জন্ম নিবন্ধনকে সত্য বলে সরবরাহ ও ব্যবহার করতো।
উদ্ধারকৃত মালামালসহ আটক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।