কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে সামার-২০২৩ সেশনের ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূইয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন আহমদ সি আই পি, স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরী, ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ।
এছাড়া ইংরেজি বিভাগের চেয়ারম্যান তামান্না নওরিন আজমের উস্থাপনায় অনুষ্ঠিত প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন শিক্ষার্থীদের কে অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করা হয়।
আলোচকবৃন্দ নতুন ভর্তিকৃত ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষে সবাইকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।