রম্যভূমি রামুতে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে যাত্রা শুরু করলো সুন্নাহ মোবাইল পার্টস ও সার্ভিসিং সেন্টার। সকল প্রকার মোবাইলের সরঞ্জাম ও মেরামতে এ প্রতিষ্ঠান রামুতে মোবাইল ব্যবহারকারিদের জন্য নিয়ে আসলো খুশির বার্তা।
শুক্রবার, ২৮ জুলাই বাদে জুমা রামু চৌমুহনী স্টেশনস্থ কালী বাড়ি মন্দিরের পূর্ব পাশে হক সিটি সেন্টারের দ্বিতীয় তলায় সুন্নাহ মোবাইল পার্টস ও সার্ভিসিং সেন্টারের শুভ উদ্বোধন করেন- বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাফেজ আবদুল হক।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। উদ্বোধনকালে হক সিটি সেন্টারের স্বত্ত্বাধিকারী শফিকুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, আলেম-ওলামা উপস্থিত ছিলেন।
সুন্নাহ মোবাইল পার্টস ও সার্ভিসিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আজিজ খান জানান- সময়ের সাথে পাল্লা দিয়ে মানুষের দৈনন্দিন জীবনে মোবাইল ব্যবহার অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে। কিন্তু সাধের দামি মোবাইলটি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হলে সঠিকভাবে মেরামত করতে গিয়ে মোবাইল ব্যবহারকারিদের প্রতিনিয়ত দূর্ভোগের শিকার হতে হয়। এমনকি সঠিক উপায়ে মোবাইল মেরামত না হলে মোবাইলটি আরো বেশী ব্যবহার অনুপযোগি হয়ে পড়ে।
ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে মোবাইল মেরামত করা হয়। যা কক্সবাজার শহর বা রামুতে এখনো পর্যাপ্ত নয়। তাই মোবাইল ব্যবহারকারিদের সুবিধার কথা বিবেচনা করে রামুতে প্রথমবারের মতো অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে এ প্রতিষ্ঠানে চালু করা হয়েছে।
মোবাইল ক্ষতিগ্রস্ত হলে সরাসরি এ প্রতিষ্ঠানে নিয়ে আসলে সুদক্ষ কারিগরের মাধ্যমে যথাযথভাবে মোবাইল মেরামত করা হবে। মোবাইল মেরামতের পুরো দৃশ্য দেখা যাবে মনিটের। তাই শতভাগ আস্থার সাথে গ্রাহকরা এখানে মোবাইল মেরামতে করতে পারবে। এছাড়াও আইফোন, বারফোনসহ সকল প্রকার মোবাইলের সরঞ্জাম এ প্রতিষ্ঠানে সুলভ মূল্যে পাওয়া যাবে।