বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন কক্সবাজারের চকরিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার ৭ নভেম্বর চকরিয়া উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান এসোসিয়েশনের নতুন কমিটি গঠনে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সভায় চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে মোট ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত থেকে চেয়ারম্যান এসোসিয়েশন চকরিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠনে মতামত দেন। এতে সবার সম্মতিক্রমে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চারবারের চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম সভাপতি এবং কোনাখালী ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান দিদারুল হক সিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
চকরিয়া উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন নতুন কমিটি গঠনকল্পে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলার ১৮ ইউপি চেয়ারম্যানের মধ্যে ১৪জন। তারা হলেন সুরাজপুর মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, খুটাখালী ইউপি চেয়ারম্যান মো.আবদুর রহমান, হারবাং ইউপি চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ, বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান মনজুরুল কাদের, ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান এসএম মঈনুদ্দিন চৌধুরী, বদরখালী ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন, বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মোহাম্মদ বুলেট, কাকারা ইউপি চেয়ারম্যান মো.শাহাব উদ্দিন, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর ও পুর্ববড় ভেওলা ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না।
দেশের বাইরে আছেন পশ্চিম বড়ভেওলা ইউপি চেয়ারম্যান ও মাতামুহুরী থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা। আর সভায় উপস্থিত না থাকলেও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জামাল হোছাইন চৌধুরী ও সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী চেয়ারম্যান এসোসিয়েশন নতুন কমিটিকে সমর্থন দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক দিদারুল হক সিকদার।