চকরিয়ার মানিকপুর ১ নং ওয়ার্ডে বসতভিটার গাছ থেকে মোহাম্মদ জাহেদ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে হারিয়াঘোনা এলাকায় গলায় ফাঁস লাগানো যুবকের এমন দৃশ্য দেখতে পায় এলাকাবাসী।
পরে স্থানীয় চেয়ারম্যান আজিমুল হককে জানালে তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করে লাশটি নামানোর ব্যবস্থা করেন।
মোহাম্মদ জাহেদ মহেশখালী উপজেলার জনৈক ইলিয়াছের ছেলে বলে জানান চেয়ারম্যান আজিম।
তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি মানিকপুর ১ নং ওয়ার্ডের সোনালীর মেয়েকে বিবাহ করে হারিয়াঘোনা এলাকায় বসবাস করতেন।
চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে।