মহেশখালী উপজেলার কালারমারছড়া বাজারের পূর্ব পাশে প্রধান সড়কে রাস্তা পার হতে গিয়ে সিএনজির ধাক্কায় প্রাণ গেল এ শিশুর। নিহত শিশুটি কালারমারছড়া ফকিরজুম পাড়া গ্রামের আবদুল গফুর ও সেলিনা আক্তারের ছেলে তানভীর মাহতাব আলভী (৩) ।
স্থানীয় সূত্র জানা যায় বেলা ১১ টায় ছেলেটি বাড়ী থেকে বের হয়ে রাস্তায় আসলে বদরখালী থেকে কালারমারছাড়া হয়ে আসা সিএনজি গাড়ীটি উদ্দেশ্যে আসতেছিল। শিশুটি সিএনজসাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, বেপরোয়া ও অদক্ষ ড্রাইভারের কারণে মহেশখালীতে দিন-দিন দূর্ঘটনা জ্যামিতি হারে বৃদ্ধি পাচ্ছে। তবে জানা যায়, গাড়ির গতি বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার কারণে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়েছে। গাড়িতে থাকা আরো তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা সাতকানিয়ার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার পর বেশ কিছুক্ষণ কালারমারছড়া প্রধান সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ঘটনাস্থল পরিদর্শন করে গাড়ি চলাচল স্বাভাবিক করেন।