গাজীপুর থেকে পিকনিকের উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার আজিজনগর এলাকায় গাছের সঙ্গে মাইক্রোবাস ও কার্ভাড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মাইক্রো আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাপিয়া আকতার (২৯) এবং তার ছেলে আহাদ (২)। আহত চারজন হলেন- আকাশ সিকদার (২২), আরজিনা (১৯), লিটন হোসেন (২০) ও মিজানুর রহমান (২২)। তাদের সকলের বাড়ি গাজীপুরের কালিয়াপুর উপজেলার ৩ নম্বর ইউনিয়নের চা বাগান এলাকা।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাজীপুর থেকে পিকনিকের উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার পথে গতকাল ভোরে মাইক্রোবাসটি চকরিয়ার আজিজনগর এলাকায় পৌঁছালে একটি গাছের সাথে মাইক্রোবাসের ধাক্কা লাগে।
ওইসময় বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাড ভ্যানও মাইক্রোর সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে সটকে পড়ে। এতে ঘটনাস্থলে মা ও দুই বছর বয়সী ছেলের মৃত্যু হয়।
ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনার সময় আহত হয় আরও ৪ জন। তাঁরা মাইক্রোবাসের যাত্রী।
খবর পেয়ে দোহাজারী ও চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও কার্ভাড ভ্যানটি আটক করে দোহাজারী হাইওয়ে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।