পেকুয়ায় ৫০ হাজার পিস ইয়াবা ও পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ ০৭ পাচারকারীকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার ১২ ডিসেম্বর সকাল ৬.৫৫ মিনিটের দিকে পেকুয়া থানা পুলিশের একটি দল পেকুয়া ইউপিস্থ হরিনা ফাঁড়ির নুইন্যা-মুইন্ন্যা ব্রীজের উপর একটি প্রাইভেট কারে তল্লাসী চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, কারে আরোহী সাত ব্যক্তি ও ব্যবহৃত কার গাড়িটি আটক করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে: ওমর ফারুক (২৯) পিতা-সুলতান আহেমেদ, শহীদুল ইসলাম (২৮) পিতা-মৃত নবী হোছেন, জয়নাল আবেদীন(৪৮) পিতা-আলী আহমদ, রিদুয়ানুল করিম(২২) পিতা-মাহবুবুল আলম, মোঃ সজিব পিতা আব্দুর ছবুর, মোঃ রাজু(২৭) পিতা-আব্দুল সবুর, ডাবলু চৌধুরী (৪১) পিতা-মৃত সাধন চৌধুরী, সর্বসাং- সুন্নিয়া পাড়া, সুখছড়ি, আমিরাবাদ, লোহাগড়া, জেলা-চট্টগ্রাম।