টেকনাফ পৌরসভা ও বাহারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫৪ জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
আজ ২৫ নভেম্বর সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্যন্ত বিভিন্ন প্রার্থীরা নিজ নিজ কর্মী সমর্থকদের সাথে নিয়ে টেকনাফ উপজেলা নির্বাচন কার্যালয়ে তাদের মনোনয়ন ফরম জমা দেন।
উপজেলা নির্বাচন কার্যালয় দেওয়া সুত্রে জানা যায়, আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া নির্বাচনের জন্য টেকনাফ পৌরসভা মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৪০ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন, মোট ৫৪ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন।
এর মধ্যে মেয়র পদে নৌকা প্রতীক পেয়েছেন হাজী মোঃ ইসলাম, লাঙ্গল প্রতীকে মোঃ শাহজাহান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুস শুক্কুর সিআপি সহ চার জন।
অপর দিকে উপজেলার বাহার ছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১০০ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
তার মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী ১৩ জন, সাধারণ সদস্য পদে ৫৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০ জন।
তৎমধ্যে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দীন, নাঙ্গল প্রতীকে জসিম উদ্দীন সরকার ও স্বতন্ত্র প্রার্থীসহ ১৩ জন।
আগামী ২৯ নভেম্বর বাছাই, ৬ ডিসেম্বর প্রত্যাহার ও ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পেলেই প্রচারনা শুরু করতে পারবে।