ভাড়া বৃদ্ধির অজুহাতে উখিয়ার হাটবাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। জ্বালানী বৃদ্ধির পরপরই তরিতরকারি থেকে শুরু করে ভোজ্যতেল, আটা, ময়দা সহ চালের বাজারে ক্রয়মুল্য উর্ধগতির ঘটনায় স্বল্প আয়ের মানুষের জীবন যাপন ক্রমেই দুর্বিসহ হয়ে উঠেছে। পাইকারি ব্যাবসায়িরা বলছেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়েছে। ফলে বিপাকে রয়েছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ।
এছাড়া শীতকালিন শাক সবজি বাজারে উঠলেও দাম রয়েছে অপরিবর্তিত।
এব্যাপারে ভোক্তা সাধারণ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
উখিয়া সদর এলাকায় দারোগা বাজার ঘুরে দেখা যায়, শীতকালিন শাক সবজিতে হাট বাজারের ভরপুর। ক্রেতা সাধারনের উপচেপড়া ভীড়। অভিযোগ, ভাড়া বৃদ্ধির অজুহাতে বিক্রেতারা ইচ্ছেমতো দাম আদায় করছে। জানতে চাইলে, তরকারি ব্যবসায়ী নজু মিয়া সওদাগর জানায়, শীত কালিন সবজির মধ্যে সীম প্রতি কেজি ১৬০টাকা, টমেটো ১৮০ টাকা, কাচা মরিচ ১০০টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যান্য তরিতরকারি যেমন ঝিঙ্গা, শষা, করলা, লাউ এর দাম অপরিবর্তিত রয়েছে।
বাজারের আরেক ব্যাবসায়ী সামসু মিয়া জানায়, সরকার জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করার পর থেকে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় তরি তরকারির দাম বেড়েছে। স্থানীয় ক্রেতা সাধারণের অভিযোগ, ভোক্তা অধিকারে জবাবদিহীতা না থাকার কারণে ব্যাবাসায়িরা তাদের মনগড়া দাম আদায় করছে, যা সাধারণ ক্রেতাদের নাভিশ্বাসের কারণ হয়ে দাড়িয়েছে।
এছাড়া এক লিটার বোতলজাত তেলের দাম ১৫৫টাকা থেকে বেড়ে ১৬৫টাকা, খোলা সোয়াবিন প্রতি লিটারে ৪৫থেকে বেড়ে ১৫০টাকায় বিক্রি হচ্ছে।
মাছ মাংসের বাজারে গিয়ে দেখা যায়, গরুর মাংস হাড়সহ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০০ টাকা দরে। মাংস বিক্রেতা মোসলেম জানান, প্রশাসনের বেধে দেওয়া মুল্য তালিকার চেয়ে কেজি প্রতি ১০০টাকা বাড়িয়ে নিতে হচ্ছে। কারণ প্রচুর গরু সংকট। কিছুকিছু গ্রাম গঞ্জে পাওয়া গেলেও দাম আদায় করা হচ্ছে দ্বিগুণ। যে কারণে মাংসের দাম বেড়েছে। বাজারের নিয়মিত ক্রেতা হাজি আবদুল মন্নান জানান, বাজারে পণ্যদ্রব্যের কমতি নেই। তবে মূল্য তালিকা না থাকার কারণে ব্যবসায়িরা উচ্ছেমতো দাম নিচ্ছে। অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার সামসুল আলম জানান, প্রশাসন হাট বাজার তদারকি না করায় উখিয়ার নিত্য পণ্যের বাজার অস্বস্থিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো:নিজাম উদ্দিন আহমেদ বলেছেন, কোন অবস্থাতেই নিত্যপ্রয়োজনীয় মালামালের দাম অতিরিক্ত আদায় করা যাবেনা। মূল্য তালিকার বাইরে কোন ব্য়বসায়ী অতিরিক্ত দাম আদায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Attachments area