কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মরত বিভিন্ন বিভাগের শিক্ষকদের জন্য “আউটকাম বেইসড কারিকুলাম” শিরোনামে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০শে নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদ সিআইপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ এর সেক্রেটারি অধ্যাপক এ. কে. এম গিয়াসউদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আব্দুল হামিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডীন ড. খাঁন সরফরাজ আলী ও রেজিস্ট্রার অধ্যাপক সুকুমার দত্ত।
অনুষ্ঠানের প্রধান অতিথি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদ সিআইপি বলেন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণে ইউজিসি কর্তৃক প্রণীত একটি সেল হলো আইকিউএসি। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই বিশেষ সেলটি কার্যকর আছে।
তিনি বলেন, মানসম্মত শিক্ষা সুনিশ্চিতকরণে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুদূরপ্রসারি লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার বদান্যতায় পর্যটন নগরী কক্সবাজারে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টিকে সারা দেশের জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের আকৃষ্ট করার লক্ষ্যে বর্তমান বোর্ড অব ট্রাস্টিজ কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং উচ্চতর গবেষণার সুযোগ তৈরী করা হচ্ছে। এ লক্ষ্যে বর্তমান বোর্ড অব ট্রাস্টিজ সকল প্রকার সহযোগিতা প্রদান অব্যাহত রাখতে বদ্ধপরিকর।
কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে হামদদ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর অর্থনীতি বিভাগের অধ্যাপক ও কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম লিয়াকত আলী খান এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আরেফিন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক তামান্না নওরিন আজমের সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধনী অধিবেশনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ব্যাবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও আই-কিউএসির পরিচালক রাজিদুল হক।
টেকনিক্যাল সেশন শেষে অনুষ্ঠানটির সনদ বিতরন সেশনে বিশ্ববিদ্যালয়ের ডিন ড. খাঁন সরফরাজ আলী উপস্থিত বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও সনদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের মুলতবি ঘোষণা করেন।