আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের নারী চেয়ারম্যান প্রার্থী জন্নাতুল বকেয়া রেখা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে চকরিয়া পৌরশহরের একটি হোটেলে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক জন্নাতুল বকেয়া রেখা দাবী করেন, আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার পর তিনি এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। কিন্তু মনোনয়ন প্রত্যাশী হলেও পরে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকা আফজালুর রহমান ও বর্তমান চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন তার কর্মী সমর্থকদের বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছেন।
এমনকি নির্বাচনের দিন ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ভোট ছিনিয়ে নেয়ার পরিকল্পনাও করছেন তারা। এরই প্রেক্ষিতে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হলে এসব জালিয়াতির সুযোগ থাকবেনা বলে তিনি মনে করেন।
কৈয়াবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে। তার মধ্যে আমিও একজন প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন। মুলত আমি নারী হওয়ায় প্রতিদ্ব›িদ্ব বিদ্রোহী প্রার্থীর লোকজন আমার কর্মী সমর্থকদের উপর ছড়াও হয়ে মিটিং-মিছিল ও গণসংযোগে যেতে বাধা দিচ্ছে।
তিনি বলেন, এইধরণের হুমকি ধমকি এবং সংঘাত সহিংসতার আশঙ্কা থেকে আমি ইতিমধ্যে ইভিএম দাবী করে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি আবেদনও করেছি।
সম্প্রতিসময়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আরো একটি আবেদন দিয়েছি।
আমি চাই সুষ্ঠ পরিবেশে সাধারণ ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন, সেইজন্য নির্বাচনের সৃুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমি জনস্বার্থে কৈয়ারবিল ইউপি নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর চকরিয়া উপজেলার ১০টি ও পেকুয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ##