কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের শাহপুরা গ্রামে জলদাশপাড়ায় মন্দিরে বিক্ষুব্ধ জনতা কর্তৃক হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
১৬ অক্টোবর শনিবার চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এতে মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞানামাসহ আরও ৩০০ জনকে আসামী করা হয়েছে।
আসামীরা হলেন, মাইজঘোনা গ্রামের গিয়াস উদ্দিন প্রকাশ ল্যাং গিয়াস (৩০), কোরাখালী গ্রামের আলমগীর (৩০, পৌরসভা সিকদারপাড়ার বাসিন্দা চকরিয়া পৌর জামায়াতের আমির আরিফুল কবির (৪৫), সাহারবিল ইউনিয়নের ওমখালীর আবদুল হক (৪৫), কোরালখালীর আহমদ (৪৫), কোরালখালীর আহমদ (৪৫), রামপুরার মুবিন (২৮), কোরাখালীর কামাল উদ্দিন (৪০), র্প্বূবড় ভেওলা মাফিয়া বাপের পাড়ার বেলাল উদ্দিন (৪০), বাহাদুর আলম, কোরালখালীর মোকাদ্দেছ (৩৯), চকরিয়া পৌরসভার লক্ষ্যারচরের মো: সেলিম (৫০), আবু নাছের (৪৫), চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের কাজীপাড়ার সোহান নুর (২৮), সাইফুন নূর (২৬), চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের হালকাকারা গ্রামের মহিউদ্দিন (৩০), মামুনুর রশিদ খোকন (৩৫), খায়রুল বাশার (৪০), জালাল উদ্দিন (৪০), সাহারবিল এলাকার আমির হোসেন (৩৪) নিজাম উদ্দিন (২৮), শাহপুরা এলাকার বখতিয়ার আহমদ, আব্দুল করিম (২৮), পূর্ববড় ভেওলার গোলাম মাওলা (৪০)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম মামলা হওয়ার বিযয়টি নিশ্চিত করেছেন। ##