রাজধানী ঢাকার ঐতিহাসিক বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শনিবার সকালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন কক্সবাজারের চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী।
একইসময়ে সেখানে শ্রদ্ধা জানান মহেশখালী পৌরসভার নির্বাচিত মেয়র মকসুদ মিয়া।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য সুজন শর্মা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম আজিজুর রহমান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামাল উদ্দিন মিন্টু, কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ মাঈনুদ্দীন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহসভাপতি আমান উল্লাহ আমান, মহেশখালী পৌর যুবলীগের নেতা মো মামুন, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ছাড়াও মহেশখালী পৌরসভার নবনির্বাচিত ৯ নং ওয়ার্ড কাউন্সিলার খাইর হোসেন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলার শামশুল ইসলাম বাদশা, ৬ নং ওয়ার্ড কাউন্সিলার প্রণব কুমার দে, ৫ নং ওয়ার্ড কাউন্সিলার মনজুর আহমদ ও ৪নং ওয়ার্ড কাউন্সিলার জনি মং উপস্থিত ছিলেন।