কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীকে। এর আগে তিনি কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৫ তম বিসিএসের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।
আজ মঙ্গলবার (৩সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আমির হোসাইনের ছেলে মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যাণ্ড ব্যাংকিং বিষয়ে এমবিএ সম্পন্ন করেন। পরে ৩৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০১৭ সালে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এছাড়া তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাঙামাটি জেলা প্রশাসকেরকার্যালয়, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও কক্সবাজারের মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব পালন করেন।
সর্বশেষ গত ৪ এপ্রিল তাকে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছিল।