চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার টেক্সটাইল থেকে প্রস্তুতকৃত প্যান্ট চুরির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ৭২৫ পিচ প্যান্ট উদ্ধার করা হয়।
সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টায় নগরীর পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, মো. হারুন (২৮), মো. শুক্কুর হোসেন (৩৩), মো. সেলিম (৫০), মো. আবদুর রহিম সুমন ও (২৪) কাজল (৪০)।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম বলেন, টেক্সটাইল মক্কা ওয়াশিং এন্ড ডাইং ফ্যাক্টরীর দুই কর্মচারী মো. হারুন (২৮) ও মো. শুক্কুর হোসেনকে ১ হাজার ৮০০ পিস প্যান্ট পটিয়ার শান্তিরহাট সান ফ্যাশন গার্মেন্টেসে দিয়ে আসার জন্য বলা হয়েছিলো।
তারা ১ হাজার পিস প্যান্ট ডেলিভারি দিয়ে ৮০০ পিস প্যান্ট বাকি আসামিদের সাহায্যে গোপনে বিক্রি করে দেয়।
এ ঘটনায় মক্কা ওয়াশিং এন্ড ডাইং ফ্যাক্টরীর পক্ষ থেকে মো. মজিবুর রহমান থানায় অভিযোগ করে।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বায়েজিদ ও চান্দগাঁও থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকলিয়ার মিঞাখান নগর মেট ফ্যাক্টরী এলাকা থেকে চোরাইকৃত প্যান্টের ৭২৫ পিস প্যান্ট উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।