চট্টগ্রাম নগরের কলেজ রোডে ‘অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে’ খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে গণি বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ অক্টোবর) বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।
তিনি জানান, একই অভিযানে সিরাজউদ্দৌলা সড়কের সাব এরিয়া এলাকায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে আঞ্জুমান সেন্টারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে লালখান বাজার এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্য, চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা সহায়তা করেন।