প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের বিষয়ে আলোচনায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত থাকার কথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এবারের অধিবেশনে রোহিঙ্গা সমস্যা ও এর স্থায়ী সমাধানের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়, যা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখবে বলে তিনি আশা করছেন।
প্রধানমন্ত্রী আজ বিকেলে গণভবনে তাঁর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সঙ্কট সম্পর্কে তিনি আবারও বিশ্বনেতৃবৃন্দকে স্মরণ করিয়ে দেন।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সঙ্কটের সৃষ্টি মিয়ানমারে, সমাধানও রয়েছে মিয়ানমারে। রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমিতে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমেই কেবল এ সঙ্কটের স্থায়ী সমাধান হতে পারে।