কক্সবাজার শহরের কস্তুরাঘাট নতুন ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের ছয়জনকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব৷
সোমবার (২০ নভেম্বর) ভোর রাতে অভিযান চালিয়ে ডাকাতচক্রের মূলহুতা মোঃ আব্দুল খালেকসহ তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হলেন, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লিংকরোড় বিসিক এলাকার মৃত লোকমান হাকিমের ছেলে
আব্দুল খালেক, একই এলাকার সৈয়দ হোসাইনে ছেলে মোঃ সাইফুল ইসলাম প্রকাশ সাদ্দাম (২৫) ।
শহরের পেশকার পাড়ার
মোঃ আরিফুল ইসলাম।
লিংক রোড় মহুরীপাড়ার আবুল বাছের ছেলে খাইরুল আমিন (৩০), একই এলাকার খুইল্যা মিয়ার ছেলে মোঃ রায়হান (২৫), এবং মহেশখালীর দেবেঙ্গা পাড়ার মৃত আব্দু রশিদের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৬)।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, ৩টি দেশীয় তৈরী এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ১টি একনলা বন্দুক, ২টি কিরিচ, ১টি রামদা, ২টি টর্চলাইট এছাড়া নগদ ১৮,৩০০ টাকা এবং ৮টি মোবাইল ফোন।
এসব তথ্য নিশ্চিত করেছেন
র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, র্দীঘদিন ধরে অপরাধমূলক নানা কর্মকান্ডের সঙ্গে তারা জড়িত রয়েছে।গ্রেফতারকৃত ডাকাত চক্রটি কস্তুরাঘাট নতুন ব্রীজের এলাকায় জড়ো হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। তাীা ইতিপূর্বে পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্র-শস্ত্রের ভয়-প্রীতি প্রদর্শন করে আসছিল। ডাকাতি’র পাশাপাশি চুরি, ছিনতাই এবং অপহরণ ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনা করাই তাদের পেশা। রেকর্ডপত্র যাচাই করে দেখা গেছে ডাকাত দলের প্রধান আব্দুল খালেকের বিরুদ্ধে রয়েছে ৯টি মামলা, সাইফুল ইসলাম প্রকাশ সাদ্দামের ৫টি, আরিফুল ইসলামের ৩টি এবং খাইরুল আমিনের বিরুদ্ধে ৩টি মামলার তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।