বার্তা পরিবেশক: কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সালাহ উদ্দিন আহমদ সিআইপি বলেছেন, আমেরিকার সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। তিনি বলেন, আমেরিকায় আমরা রপ্তানি বেশি করি, আমদানি করি কম। এটা আমাদের অর্থনীতির জন্য খুবই উপকারী। আমেরিকার সঙ্গে বাংলাদেশের রয়েছে দীর্ঘদিনের গভীর সম্পর্ক।
তিনি আরো বলেন, বিশ্বের সব দেশেই আমেরিকা আমদানী-রফতানি করে থাকে। বাংলাদেশেও দেশটির অনেক বিনিয়োগ রয়েছে। আমেরিকা থেকে আরো বেশি বিনিয়োগ আনার জন্য আমাদের বিনিয়োগ খাতগুলোকে আরো আকর্ষণীয় করার জন্য তিনি বিভিন্ন বাণিজ্যিক প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে তিনি তাঁর অভিজ্ঞতা ও উপলব্ধি সমূহ সেমিনারে ব্যক্ত করেন।
তিনি বলেন, আমেরিকার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। তাদেরকে বাংলাদেশে বিনিয়োগে আরও বেশী আগ্রহী করতে হলে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চলগুলোর অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। যা ইতোমধ্যে বর্তমান সরকার বাস্তবায়িত করে যাচ্ছে। আগামীতে বাংলাদেশের সাথে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি ১৬ অক্টোবর, মঙ্গলবার বেলা ১২টায় বিশ^বিদ্যালয়ের সেমিনার কক্ষে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত ‘যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা ও বাণিজ্য সম্পর্ক’ শীর্ষক এক সেমিনারে সাম্প্রতিক সময়ে তাঁর মার্কিন যুক্তরাষ্ট্র সফর ও বাংলাদেশের বাণিজ্য স্বার্থে নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সেক্রেটারি প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার কুতুব উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন