কক্সবাজারের চকরিয়ায় মোবাইল ফোনে কথা বলা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জের ধরে পাঁচমাস বয়সী এক শিশু পুত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজ পিতার বিরুদ্ধে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ রোমহর্ষক হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘাতক পিতা মো. এহেছান (২৬) ওই এলাকার আলী আহমদের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। এদিকে খবর পেয়ে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ঘটনার পর মঙ্গলবার রাতে ওই শিশুর মা আয়েশা বেগম বাদী হয়ে পিতা মো. এহেছানকে একমাত্র আসামী করে এই মামলা দায়ের করেছেন। তবে পুলিশ ঘাতক বাবাকে এখনো গ্রেফতার করতে পারেনি।
স্থানীয় লোকজন জানায়, পাঁচমাস আগে এহেছানের স্ত্রী আয়েশা বেগম জমজ শিশু পুত্র জন্ম দেন। মঙ্গলবার সকালে স্বামীর মুঠোফোন নিয়ে স্ত্রী আয়েশা বেগম তার বাবার বাড়ির লোকজনের সাথে কথা বলেন। পরে মুঠোফোনের টাকা শেষ হয়ে যাওয়ার বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে ক্ষোভে স্বামী এহেছান দোলনায় থাকা তার ৫ মাস বয়সী শিশু পুত্রের মাথায় দা কোপ দিলে ঘটনাস্থলেই মারা যায় ওই শিশু। এ সময় অপর শিশুটি মায়ের কোলে থাকায় প্রাণে বেঁচে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মুহাম্মদ যোবায়ের বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে মুঠোফোনের টাকা শেষ হওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে ঘটনার পর পরই ঘাতক পিতা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, শিশুটির মাথায় দায়ের কোপ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা আয়েশা বেগম বাদি হয়ে ঘাতক পিতার বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ঘাতক পিতাকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে।