বাংলা একাডেমীর মহাপরিচালক জাতি সত্তার কবি মুহম্মদ নুরুল হুদা আজ সোমবার দুপুরে কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে তার নামে স্থাপিত গ্রন্থাগার পরিদর্শন করেছেন। এ সময় তিনি পুরো গ্রন্থাগার ঘুরে ঘুরে দেখেন এবং স্মৃতিচারণ মূলক কথা বলেন।
পরিদর্শনকালে তিনি কয়েকটি বইতে অটোগ্রাফও দেন। তিনি বিদ্যালয়ের কবি নুরুল হুদা গ্রন্থাগারের জন্য বেশ কিছু বইপত্র প্রদান করেন।
এর আগে তিনি প্রধান শিক্ষক কার্যালয়ে বিদ্যালয়ের অতীতের নানা স্মৃতিচারণ করেন। পরিদর্শন কালে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও চকরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, কবীর সহধর্মিনী সায়মা হুদা, কবি মাহমুদুল হাসান, মোকাররম বাবুল, কাফি আনোয়ার, মোজাম্মেল হক, বাবুল কান্তি দাস, সুনন্দ জলদাস, সাখাওয়াত হোসাইন সহ শিক্ষক ও কবি ভক্তরা উপস্থিত ছিলেন।
শেষে তিনি বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানে যোগ দেন।