কক্সবাজারের চকরিয়ায় বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির মোড়কে নকল সিগারেট বাজারজাত করার অভিযোগে পুলিশ মোজাম্মেল আলম (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে। এসময় তার হেফাজত থেকে ১৩০ প্যাকেট নকল ডারবি সিগারেট উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার এর নেতৃত্বে পুলিশের একটি টিম চকরিয়া পৌরশহরের সমিতির মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত নকল সিগারেট বাজারজাতকারী মোজাম্মেল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের নুরু মার্কেট খোন্দকার পাড়া এলাকার দলিলুর রহমানের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, নকল সিগারেট বাজারজাত ও উদ্ধারের ঘটনায় বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ইনভেস্টিগেশন অফিসার আশরাফুল ইসলাম বাদি হয়ে গতকাল রোববার চকরিয়া থানায় একটি মামলা রুজু করেছেন। রবিবার বিকালে গ্রেফতারকৃত মোজাম্মেল আলমকে আদালতে পাঠানো হয়েছে।