উপজলাপর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমি ও জাতীয় গন্থকেন্দ্রের সহযোগিতায় শনিবার (২সেপ্টেম্বর) কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী সাহিত্য মেলা ২০২৩ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান এর সভাপতিত্বে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ সুগন্ধা মিলনায়তনে সাহিত্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্বার কবি মুহাম্মদ নুরুল হুদা।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো রাহাত উজ জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।
অনুষ্ঠানে চকরিয়ার সাহওত্য ও সংস্কৃতি এর উপর প্রবন্ধ উপস্থাপন করেন চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ এর সেক্রেটারি, লেখক গবেষক ও সাংবাদিক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন।
অনুষ্ঠানে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আলমগীর, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা, লেখক গবেষক ও কবি এবং সাংবাদিক ছাড়াও সুধীজন উপস্থিত ছিলেন।