কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বুধবার ৩০ আগস্ট অনুষ্ঠিত হলো একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভা।
বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় ১৫ তম একাডেমিক কান্সিলের সভা ও বিকাল ৩টায় অনুষ্ঠিত হয় ১৫তম সিন্ডিকেট সভা।
একাডেমিক কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূইয়া। একাডেমিক কাউন্সিলের সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সেক্রেটারি প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন, বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ডা. সাবরিনা করিম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. রণজিত দস্তিদার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক তামান্না নাওরিন আজম, হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের চেয়ারম্যান সহকারী অধ্যাপক অদিতা বড়ুয়া, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আতউল্লাহ খালেদ, আইন বিভাগের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারি বিভাগের চেয়ারম্যান আনন্দীপ বড়ুয়া, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মিজানুর রহমান।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও বিবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
একইদিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় সিন্ডিকেটের ১৫ তম সভা। সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূইয়া।
সিন্ডিকেট সভায় সদস্য হিসেবে জুমে যুক্ত হন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আ ন ম আল ফিরোজ, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদ সিআইপি, বোর্ড অফ ট্রাস্টিজের সেক্রেটারি প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন, বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ডা. সাবরিনা করিম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরী, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আওরঙ্গজেব, ইউজিসি মনোনীত সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের প্রফেসর ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান তামান্না নওরিন আজম ও সদস্য সচিব ড. মোহাম্মদ আতাউল্লাহ খালেদ।
সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও বিবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।