কক্সবাজারের পেকুয়ায় পৃথক দু’জায়গা থেকে দুইটি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (২৮ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া নামক এলাকায় নদীর চর থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করে থানা পুলিশ।
অপর দিকে উপজেলার টইটং ইউনিয়নের টইটং বাজার নতুন পাড়া সড়ক থেকে আরেক অজ্ঞাত বৃদ্ধর লাশ উদ্ধার করা হয়৷
প্রত্যক্ষদর্শীরা সুত্রে জানা যায়, সকালে উজানটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টেকপাড়া এলাকায় নদীর জোয়ারে ভেসে আসে এই লাশ স্হানীয়রা দেখে ইউপি সদস্যকে খবর দিলে ইউপি সদস্য মোহাম্মদ শরিফ পেকুয়া থানা পুলিশেকে খবর দেন।
তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেন।
পরে স্থানীয়দের সহায়তায় লাশ শনাক্ত করেছেন নিহতের পরিবার। নিহত ব্যক্তি চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়নের মৃত ফজল করিমের ছেলে গিয়াস উদ্দিন(৬০)।
পরিবারের সদস্যরা জানান বিগত ১০দিন আগে নিখোঁজ হয় গিয়াস উদ্দিন, তারা গিয়াসউদ্দিন নিখোঁজের ঘটনায় চকরিয়া থানায় নিখোঁজ ডায়েরিও করেছেন। পেকুয়া থেকে আজ তার মরদেহ উদ্ধার করা হয়৷ তবে ঠিক কি কারণে এ ঘটনা তা জানা যায়নি।
ইউপি সদস্য মোহাম্মদ শরিফ জানান, ‘সকালে নদীতে উজানের ঢলে ভেসে আসে লাশটি। স্থানীয়রা দেখে আমাকে খবর দিলে আমি পেকুয়া থানা পুলিশকে জানাই, পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।
পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে শুনেছি৷
অন্যদিকে টইটং ইউনিয়নের টইটং বাজার নতুন পাড়া রাস্তা থেকে উদ্ধারকৃত বৃদ্ধার লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ ৷ স্থানীয়রা জানান, তিনি মানষিক ভারসাম্যহীন ছিলেন । ইতিপূর্বেও তাকে এখানে দেখা গেছে।
টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন,সকালে নতুন পাড়া মোকতার আহমদের দোকানের সামনে সড়কের ওপর ছটফট করতে করতে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মারা যান। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
তিনি জানান, রবিবার বিকেলে টইটং বাজারস্থ আমার মার্কেটের সামনে ওই ব্যক্তি বসা ছিল। তাঁর সাথে আমি কথাও বলেছি। সকালে শুনেছি সে মারা গেছে। তাঁর মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, সকালে খবর পেয়ে পেকুয়া থানার দুইটি টিম দুই জায়গায় যায়। উজানটিয়ায় উদ্ধারকৃত লাশটির পরিচয় পাওয়া গেছে। লাশটি চকরিয়া থানার চিরিঙ্গা ইউনিয়নের মরহুম ফজল করিমের ছেলে গিয়াস উদ্দিন। অন্যদিকে টইটং বাজারের রাস্তায় উদ্ধারকৃত লাশটি সম্বন্ধে স্থানীয় সূত্রে মানষিক ভারসাম্যহীন মানুষ ছিলেন বলে জানা গেছে । তবে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে লাশ দুটি।