কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত ৩ বাংলাদেশী নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে অপহরণকারী দলের অন্তত ১৮ রোহিঙ্গা সন্ত্রাসী।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ৩ বাংলাদেশী নির্মাণ শ্রমিককে উদ্ধারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।