‘বিশ্বজুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক কক্সবাজারে ২দিন ব্যাপী উৎসব শুক্রবার শুরু হয়েছে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে একটি চক্র আছে যারা জিয়াউর রহমানকে মহায়নায়ক বানাতে চায়। কিন্তু তার স্ত্রী আজ দুর্নীতির দায়ের দন্ড ভোগ করছে। তার ছেলে মাদকাসক্ত হয়ে বিদেশে মারা গেছে। আরেক ছেলে দুর্নীতির দন্ড মাথায় নিয়ে বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। আর বঙ্গবন্ধু এদেশের মানুষের অন্তরে অন্তরে গেঁথে আছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বিশ^নেতৃত্বের আসনে শক্ত আসন গড়েছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল ইন্ধিরা গান্ধির আশ্রয় পেয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।
শুক্রবার দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ‘পদক্ষেপ বাংলাদেশে’ কক্সবাজার জেলা শাখার আয়োজিত উক্ত অনুষ্ঠানে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে জানতে হবে; জানাতে হবে। বঙ্গবন্ধুকে জানাতে নানা উদ্যোগ নিতে হবে। বঙ্গবন্ধু জানার জন্য শুধু বই পড়লে হবে না। বঙ্গবন্ধুকে জানার জন্য দেশের আনাচে-কানাচে যেতে হবে। মানুষের দুঃখ কষ্ট দেখতে যেখানে যেখানে বঙ্গবন্ধু ছুটে গিয়েছিলেন সেখানে গিয়ে ইতিহাস জানতে হবে। ‘পদক্ষেপ বাংলাদেশে’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি কবি বাদল চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান কবি শ্যামসুন্দর সিকদার, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয় মুজিবুর রহমান, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য আসলাম সানী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন, ‘পদক্ষেপ বাংলাদেশে’র জেলা সভাপতি তোফায়েল আহমদ।
আলোচনা সভায় সঞ্চালনা করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য আসলাম সানী ‘পদক্ষেপ বাংলাদেশে’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা।