কক্সবাজারের পিএমখালীতে বৃহস্পতিবার বিকেলে বোমা সদৃশ দুটি ধাতব বস্তু পাওয়া গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে ধাওনখালী এলাকায় একটি মাছের ঘেরে মাটি কাটার কাজ করছিল কয়েকজন শ্রমিক।
তারা মাটি সরানোর সময় বোমা সদৃশ দু’টি ধাতব বস্তু দেখতে পায়। শ্রমিকরা বিষয়টি ঘেরের মালিক জানান। ঘেরের মালিক এ ব্যাপারে পুলিশকে অবহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছ।
পুলিশের ওই দল মাছের ঘেরে কাদামাটি ও পানিতে অর্ধ-ডুবন্ত বোমা সদৃশ ধাতব বস্তু দু’টি দেখতে পায়। এগুলোর দৈর্ঘ্য ৩/৪ ফুটের মতো হতে পারে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ধাতব বস্তু দুটি বোমা হলে- তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে। যা কাদায় ধেবে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় ওখানে পড়েছিল।
কক্সবাজার থানা সূত্রে জানা গেছে, এ ব্যাপারে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনকে অবহিত করা হয়েছে। বিশেষজ্ঞরা এসব ধাতব বস্তু উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
ঘটনাস্থলে নজরদারি করার জন্য স্থানীয় গ্রাম পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।