চট্টগ্রামের হালদা নদী থেকে ৪ দিন পর আরও একটি মৃত ডলফিন উদ্ধার করেছে স্থানীয়রা। উদ্ধারকৃত ডলফিনের শরীরে পচন ধরায় পরিমাপ করা যায় নি। নদীতে পাতানো জালে আটকে ডলফিন মারা যেতে পারে বলে ধারনা করা হচ্ছে।
সোমবার (৪ অক্টোবর) ১০টায় উপজেলার উত্তর মার্দাশা রামদাস মুন্সিরহাট এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। এর আগের দিন রবিবার বিকালে সীতাকুন্ডের সাগর উপকুলে আরও একটি মৃত তিমি বেসে আসে।
জানা যায়, স্থানীয়রা ডলফিনটি দেখতে পেয়ে খবর দিলে নৌপুলিশ ডলফিনটি উদ্ধার করে। ডলফিনটি পচে যাওয়ায় সংশ্লিষ্ট সকলকে অবহিত করার পর নৌ পুলিশের সহযোগিতায় স্থানীয়ভাবে মাটিচাপা দেওয়া হয়।
হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, উদ্ধারকৃত ডলফিনের শরীরে পচন ধরায় পরিমাপ করা যায় নি। নদীতে পাতানো জালে আটকে ডলফিন মারা যেতে পারে। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর উপজেলার দক্ষিণ মাদার্শার বড়ুয়াপাড়া এলাকায় মাছের জন্য পাতানো ঘেরা জালে আটকে ৫ ফুট দৈর্ঘ্য ও ২০ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়।
এদিকে সীতাকুন্ড সাগর উপকূলে আবারও ভেসে এলো মৃত তিমি। সীতাকুন্ডের মাদামবিবিরহাট সাগর উপকূলে আবারও ভেসে এলো মৃত তিমিটি। রবিবার (৩ অক্টোবর) সমদ্র উপকূলে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মৃত তিমিটি আনুমানিক ৭/৮ ফুট লম্বা এবং ৩০ কেজি ওজন। দুর্গন্ধ ও জীবাণু না ছড়ানোর জন্য দ্রæত তিমিটি অপসারণ করার দাবী স্থানীয়দের।