কক্সবাজারে চুরির অভিযোগে রাখাইন যুবক, দুবাই প্রবাসী স্বর্ণ শিল্পী হ্লাইন হ্লাইন (ছেন থেন হ্লাইন) এর ওপর হামলার প্রতিবাদে সোমবার (০৪ অক্টোবর) শহরে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বাংলাদেশ রাখাইন কমিউনিটি এই সমাবেশে আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘটনার মূলহোতাদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় কক্সবাজারের সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী।
বাংলাদেশ রাখাইন কমিউনিটির সভাপতি ক্যনিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে আরো বক্তব্য দেন জাতীয় মানবাধিকার সংগঠন এইচআরডিএফ’র কক্সবাজারের আহবায়ক এড. অরূপ বড়ুয়া তপু, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষক উথেন য়াইনসহ অনেকে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শহরের স্টেডিয়াম পাড়ার ‘শীর্ষ ছিনতাইকারী শহিদুল ইসলাম বাবু’র নেতৃত্বে তার বাহিনী চুরির অভিযোগে রাখাইন যুবক, দুবাই প্রবাসী স্বর্ণ শিল্পী হ্লাইন হ্লাইন (ছেন থেন হ্লাইন) এর ওপর মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন চালিয়েছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিযয়ে পুরো রাখাইন সম্প্রদায়ের মানুষ এখন আতংকিত বলেও দাবি করেন বক্তারা।
বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে অংশ নেয় বাংলাদেশ রাখাইন স্টুডেন্টস এসোসিয়েশন, রাখাইন একতা সংঘ, রাজধানী ফ্রেন্ডস সার্কেল, চকরিয়া-পেকুয়া উপজেলা আদিবাসি ফোরাম, রাখাইন ইয়ং ইউনাইটেড ক্লাব, বড় বাজার রাখাইন যুব সংঘ, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার, সাংবাদিক সংসদ কক্সবাজার, কক্সবাজার জেলা আদিবাসি ফোরাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি, বৌদ্ধ সুরক্ষা পরিষদ, কক্সবাজার হিন্দু পরিষদ, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন, মহেশখালী রাখাইন যুব উন্নয়ন সংঘসহ বিভিন্ন সামাজিক সংগঠন।