চট্টগ্রামের হাটহাজারীর সুমন দে নামে এক ব্যবসায়ীকে গ্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৯ নভেম্বর) চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালত এ রায় ঘোষণা করেন। এসময় সুমন দে আদালতে উপস্থিত ছিলেন।
সুমন হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী উত্তর ফতেয়াবাদ ব্রাহ্মণ পাড়ার মৃত ভুলু দের ছেলে। তিনি হাটহাজারীর আমান বাজারে কাপড়ের দোকান করতেন।
জানা গেছে, ২০১৯ সালের ২৬ জুন সুমন দের বিরুদ্ধে মামলা করেন রনজিৎ ভৌমিক নামে এক ব্যক্তি। মামলায় সুমনের বিরুদ্ধে ২ লাখ টাকা ধার নিয়ে ফেরত না দেওয়া, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়।
অভিযোগটি তদন্ত করে হাটহাজারী থানা পুলিশ সত্যতা পায়। অভিযোগপত্র পেয়ে আসামির বিরুদ্ধে বিচার শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান খাঁন বলেন, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের দায়ে আসামিকে এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়।