চকরিয়া সড়ক উপ-বিভাগ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে স্থানীয় ডাকবাংলো মাঠে চতুর্থতম ইছালে সওয়াব ও সীরাতুন্নবী মাহফিল অনুষ্টিত হয়েছে।
সীরাতুন্নবী মাহফিল সভাপতিত্ব করেন পীরে কামেল আলহাজ্ব শাহ মাও. মাহমুদুর রহমান (রাঃ) শাহাজাদা আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ রেজাউল করিম।
মঙ্গলবার বাদে আছর হতে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত মাহফিলে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসলিম জনতা।
মাহফিলে প্রধান মুফাচ্ছির পীরে তরীকত, মুর্শিদে বরহক, আন্তর্জাতিক ইসলামী প্রচারক হযরত মাওলানা আলহাজ্ব শায়ক মুহাম্মদ আবু ছুফিয়ান খান আবেদী আল কাদেরী।
প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত ওয়ায়েজ ও ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা কফিল উদ্দিন এম.এ, আরবী প্রভাষক আমজাদিয়া রফিকুল উলম ফাজিল মাদ্রাসা, চকরিয়া। বিশেষ বক্তা ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা জসিম উদ্দিন হেলালী, খতিব, বায়তুল হেরম জামে মসজিদ, চকরিয়া, মাওলানা সিরাজুল ইসলাম বদরী বদরখালী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ চকরিয়া সড়ক উপ-বিভাগীয় কর্মকর্তা (এসও) দিদারুল ইসলাম ও চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক মুজিব। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সড়ক ও জনপথ বিভাগ শ্রমিক সংগঠন কক্সবাজার জেলার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম। এছাড়া মাহফিলে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক ইউনিয়নের বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ##