কক্সবাজারের সেই আলোচিত কথিত বাংলাদেশ মঙ্গল পার্টির চেয়ারম্যান জগদীশ বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে নিজ বাড়ি থেকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত সেলিম উদ্দীন। একটি মারধরের মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জগদীশ বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি তদন্ত।
পারিবারিক সূত্রে জানা গেছে, একটি মারধরের ঘটনাকে কেন্দ্র করে জগদীশ বড়ুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিলো। সেই মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জগদীশ বড়ুয়া প্রায় সময় নানা ইস্যু নিয়ে কক্সবাজারসহ সারাদেশে আলোচনায় থাকেন। সম্প্রতি কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে আলোচনায় আসেন তিনি। এর মধ্যে ভোটের একদিন আগে ফেসবুক লাইভে এসে ভোটারদের গালি-গালাজ করে ব্যাপক আলোচনা জন্ম দেন। এই লাইভের পর পুরোদেশে ভাইরাল হয়ে যান জগদীশ বড়ুয়া।
জেলা পরিষদ নির্বাচনে মাত্র নয় ভোট পেয়েছিলেন জগদীশ বড়ুয়া। কিন্তু কক্সবাজার পৌরসভার সাবেক চারবারে চেয়ারম্যান নূরুল আবছার পেয়েছেন মাত্র এক ভোট। তাই পরাজয় হলেও নূরুল আবছার থেকে এগিয়ে থাকায় আনন্দ-উচ্ছাসে ভেসে যান তিনি।
সর্বশেষ নির্বাচনের পর আরেক দফায় আলোচনার জন্ম দেন জগদীশ বড়ুয়া। নির্বাচনের পরের দিন কক্সবাজার শহীদ মিনারে দাঁড়িয়ে আগামীতে রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা দেন। এর ফলে পুরো দেশে নতুন করে ভাইরাল হন তিনি।