কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপের জালিয়াপাড়া এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান বিজিবি। এসব ইয়াবার বাজার দাম তিন কোটি টাকা বলে জানায় তারা ।
শনিবার (৩০ অক্টোবর) বিকেলে মেইল বার্তায় বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান স্বাক্ষরিত মেইল বার্তায় জানানো হয়, গোপন সুত্রে খবর পেয়ে শাহপরীরদ্বীপ বিজিবির একটি দল জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অভিযান চালায়।
ভোরের দিকে টহল দল একটি হস্তচালিত নৌকায় করে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখে।
এ সময় বিজিবি টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করলে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভেতরে একলাখ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত এসব ইয়াবার বাজার দাম প্রায় ৩ কোটি টাকা।