কক্সবাজার সদর – রামু আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের অন্যতম সহযোগী ও যুবলীগ নেতা খোকনকে গ্রেফতার করা হয়েছে। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর ও হামলার ঘটনায় বিএনপি নেতা মেরাজ চৌধুরী মাহিনের করা মামলায় তালিকাভুক্ত আসামী খালেকুজ্জামান (২৪) প্রকাশ খোকনকে রামু মন্ডলপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ( ২৫ অক্টোবর ) সন্ধ্যায় র্যাব ও রামু থানা পুলিশের যৌথ অভিযানে খালেকুজ্জামান ওরফে খোকনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী।
আটককৃত আসামী খালেকুজ্জামান ( খোকন) উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শমসু আলমের ছেলে।
জানা গেছে, গ্রেফতারকৃত খোকন বিগত সরকারের আমলে কক্সবাজার-৩ আসনের সাবেক এমপি সাইমুম সরওয়ার কমলের বিশ্বস্ত সহযোগী এবং রামু থানা যুবলীগের কর্মী ছিলেন । এই সুবাদে খোকন এলাকায় মারামারি, লুটপাট, নাশকতা, অগ্নিসংযোগসহ বিভিন্ন ত্রাসের রাজত্ব কায়েম করতেন।
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, গ্রেফতার খালেকুজ্জামানের বিরুদ্ধে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির অফিস ভাঙচুর, হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তার সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাকে ওই মামলায় আদালতে প্রেরণ করা হবে।