প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের পদত্যাগের ঘোষণা দিয়েছেন কাজী হাবিবুল আউয়াল।
তিনি স্বীকার করেছেন, বিএনপিসহ সমমনা দলগুলো নির্বাচনে অংশ না নেয়ায় ২০২৪ সালের নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি।
“নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজেই এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনও আবশ্যকতা ছিল না- বলেন মিঃ আউয়াল। অবশ্য অতীতের মতো ২০২৪ এর নির্বাচন ব্যাপক বিতর্কিত হয়নি বলে তিনি দাবি করেন।
লিখিত বক্তব্যে বাংলাদেশের ইতিহাসের নির্বাচনগুলো নিয়ে তিনি বলেন “২০১৪ সালের নির্বাচনে বিএনপিসহ অনেক দল অংশগ্রহণ করেনি, ফলে সেই নির্বাচনও ২০২৪ সালের অনুরূপ অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক হয়নি।”
নির্বাচন পদ্ধতিতে সংস্কারের প্রয়োজন হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি প্রতিনিধিত্বমূলক নির্বাচনের কিছু প্রস্তাবনা রাখেন। এর মাঝে “নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে” নির্বাচন হলে উদ্দেশ্য আরও সুনিশ্চিত হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
লিখিত বক্তব্য শেষ হলে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে উঠে চলে যান।
সূত্র: বিবিসি বাংলা