কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ ১৩ জনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাদাবির মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর বুধবার বিকেল সাড়ে চারটার দিকে পেকুয়া চৌমুহনী মোড়ে ‘পেকুয়া উপজেলার সর্বস্তরের জনতা’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পেকুয়া উপজেলা যুবলীগের সহসভাপতি মোহাম্মদ শফির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়ারেচি, পেকুয়া উপজেলা যুবলীগের সহসভাপতি মোজাম্মেল হক, শিলখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ ফরিদুল আলম, উজানটিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, জাহাঙ্গীর আলম সর্বস্তরের মানুষের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। মানুষে মানুষে জায়গা-জমির বিরোধ থাকতে পারে। এই বিরোধকে কেন্দ্র করে চাঁদা দাবির মতো মিথ্যা মামলা দায়ের করা দুঃখজনক।
এই মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা না হলে পেকুয়ার রাজপথে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে লোকজন পেকুয়া চৌমুহনীর কয়েকটি সড়ক প্রদক্ষিন করে।