কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. এহতেশামুল হকসহ চারজনের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে পেকুয়া থানায় মামলাটি দায়ের করেন ‘আমির হোসেন ইলেকট্রিক অ্যাণ্ড হার্ডওয়্যার’ দোকানের মালিক আমির হোসেনের স্ত্রী রিপা সোলতানা।
মামলার অন্য তিন আসামি ইমরানুল হক, এনামুল হক ও গিয়াস উদ্দিন ছাত্রলীগের নেতা এহতেশামুল হকের ভাই।
মামলার এজাহার সূত্র জানায়, গত ২১ অক্টোবর ভোর পাঁচটার দিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. এহতেশামুল হকের নেতৃত্বে তাঁর ভাইয়েরাসহ আরও অজ্ঞাতনামা ১০-১২জন আমির হোসেন ইলেকট্রিক অ্যাণ্ড হার্ডওয়্যারের তালা ভেঙে অন্তত ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
একটি নসিমন (ট্রলিগাড়ি) এনে দোকানের তালা ভেঙে মালামাল লুটপাটের বিষয়টি ধরা পড়ে পাশের একটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায়।
মামলার বাদী রিপা সোলতানা দাবি করেন, তাঁর স্বামী একটি মামলায় আদালতে আত্মসমর্পণের পর জেলে গেলে; সেই সুযোগে দোকানের মালামাল লুট করেন এহতেশামুল হকসহ তাঁর ভাইয়েরা।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, দোকানে লুটপাটের বিষয়টি সিসি ক্যামেরার সাহায্যে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বাদী লিখিত অভিযোগ দেয়ায় মামলা রুজু করা হয়েছে।