পরিকল্পিত উন্নয়নের পাশাপাশি আগামীর প্রজন্মকে আধুনিক সাহারবিল উপহার দিতে লেখাপড়ার সুন্দর পরিবেশ নিশ্চিত এবং দক্ষ মানবসম্পদ গড়তে প্রতিটি জনপদে খেলাধুলা বাড়ানো হবে। এইজন্য আমার ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার প্রচলন জোরদার করতে সবধরণের সহযোগিতা দেওয়া হবে।
শনিবার ৩০ অক্টোবর চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের অর্ন্তগত মাইজঘোনা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে নাগরিক কমিটি মনোনীত চেয়ারম্যান প্রার্থী নবী হোছাইন চৌধুরী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক, সাবেক মেম্বার মোহাম্মদ হোছাইন। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাইজঘোনা ক্রীড়া সংস্থার সভাপতি সম্পাদক এবং কমিটির কর্মকর্তা, এলাকার সুধীজন ও উপস্থিত এলাকাবাসি।
অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী নবী হোছাইন চৌধুরী বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প দোহাজারী থেকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ চলছে। আগামীতে সেই স্বপ্নের রেল আসবে সাহারবিল ইউনিয়নে। এখানে হবে রেল স্টেশন তথা জংশন। এই সম্ভাবনাকে ঘিরে সাহারবিল ইউনিয়নবাসির জীবনধারা বদলে যাবে, তেমনি বদলে যাবে প্রতিটি এলাকার দৃশ্যপট। প্রতিটি গ্রাম হবে শহর। আমি অবহেলিত সাহারবিল ইউনিয়নকে পরিকল্পিত উন্নয়নে শহরে হিসেবে গড়তে চাই। সেইজন্য সাহারবিলবাসির সহযোগিতা ও দোয়া কামনা করি।
তিনি বলেন, সংগ্রামী সাহারবিলবাসি আপনারা আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে একটি ভোট আমাকে দিন। আমি আপনাদের সুন্দর জনপদ উপহার দেব। নতুন প্রজন্মের জন্য একটি আধুনিক সাহারবিল গড়ে তুলবো। আশাকরি এই জনপদের মানুষ সত্য ও সুন্দরের পক্ষে থাকবেন।
একইদিন চেয়ারম্যান প্রার্থী নবী হোছাইন চৌধুরী সাহারবিল ইউনিয়নের আব্দুল জব্বার সিকদার পাড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এরপর তিনি সেখানে নিজের নির্বাচনী অফিস উদ্বোধন করেন।