রামু রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। তিনি শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় পরিদর্শনে যান। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যাবসায়ি ও আহতদের নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, মাশেক সিকদার মেম্বার, স্থানীয় ব্যবসায়ি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ১৭ আগস্ট ( বৃহস্পতিবার) দুপুর আড়াই টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা বাজারের কাজল ট্রেডার্স নামক একটি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।
আগুনে একটি কলার আড়তের দোকান ও একটি মুদির দোকানের মালামাল পুড়ে যায়। এঘটনায় শফিউল আলম (২০) নামে এক ব্যাবসায়ি গুরুতর আহত হয়। তাঁকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান জানান, আগুনের খবর পাওয়ার পরপরই রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপক দল ছুটে আসেন।
স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সোমেন বড়ুয়ার নেতৃত্বে অগ্নিনির্বাপক দল প্রাণপন চেষ্টায় কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পরিদর্শনকালে এমপি কমল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা করে এবং আহত ব্যাবসায়ীকে ৩০ হাজার টাকা সহায়তা প্রদান করেন বলে জানান ভুক্তভোগী ব্যাবসায়িরা।
এছাড়া কক্সবাজার -৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল শুক্রবার সকালে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে তিনি ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা মরহুম শামসুল আলমের নামাজের জানাযায় অংশ নেন এবং অসুস্থ আওয়ামী লীগ নেতা নুরুল হককে তাঁর বাড়িতে দেখতে যান। তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি দিনব্যাপী ঈদগাঁও এবং ইসলামাবাদ ইউনিয়ন গণসংযোগ করেন।
এসময় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বঙ্গবন্ধুকণ্যা, জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।